বৈশ্বিক মহামারিতে থমকে যায় সবকিছু। ঘরে বসেই প্রযুক্তির সহায়তায় চলে অফিস-আদালত। প্রযুক্তির কল্যাণে দেশ ও নাগরিকরা সচল থাকলেও গেল একবছর কেমন কাটলো প্রযুক্তি সংশ্লিষ্টদের?
প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবিরের মতে, কোভিড-১৯ পরিস্থিতি দেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা যতখানি দেখিয়েছে, বিপরীতে ছিল দুর্বলতাও।
সব ছাপিয়ে সরকারের উপলব্ধি, দ্রুত স্বাস্থ্য তথ্য ভান্ডার, বিচার ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ কয়েকটি খাতের ডিজিটালাইজেশন।
আইসিটি প্রতিমন্ত্রী পলক জানান, যে কোনো দুর্যোগ মোকাবেলায়, তথ্যপ্রযুক্তি খাতে, সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে থাকাটাই হবে, আগামীর লক্ষ্য।