২০১১ সালে তথ্যপ্রযুক্তি খাতে নতুন চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করে দেশিয় ল্যাপটপ ব্র্যান্ড দোয়েল। ১০ হাজার টাকায় ল্যাপটপ দেয়ার ঘোষণা, সে সময় ব্যাপক সাড়া ফেলে। দায়িত্ব পায়, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক একমাত্র সংযোজন প্রতিষ্ঠান..টেলিফোন শিল্প সংস্থা--টেশিস।
তবে দুই বছরের মাথায় উদ্যোগগুলো চলে যায় টেশিসের সংরক্ষণাগারে। শুরুতেই দোয়েলের এই হোচট খাওয়া পরিকল্পনাগত ত্রুটির কারণে।
২০১৮ নাগাদ ধীরগতিতে হলেও পুনরায় বাজারে শক্ত অবস্থান নেয়ার চেষ্টায় দোয়েল। গেলো জুন থেকে বাড়তে থাকে বিক্রিও।
প্রতিষ্ঠানটির আশ্বাস, নানামুখী পরিকল্পনা নিয়ে নতুন করে যাত্রা শুরু করছে দোয়েল।
টেশিসের তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে এ পর্যন্ত দোয়েল ল্যাপটপ থেকে প্রতিষ্ঠানটির আয় ৩৪১ কোটি টাকা। আর ব্যয় হয়েছে ৩২৫ কোটি টাকা।