তিনি বলেন, দুই দিন এর পরীক্ষা করা হবে। সকালে রাজধানীর আগারগাঁয়ে আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, করোনার টিকা গ্রহণকারীদের আন্তর্জাতিক ভ্রমণ ও সেবা নিশ্চিত করতেই এই কর্মসূচির ডিজিটাল তথ্যভাণ্ডার সংরক্ষণ জরুরি। টিকা নিতে আগ্রহীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে মোবাইল অ্যাপস ও সরাসরি ওয়েবসাইটে তাদের তথ্য নিবন্ধন করতে পারবে।
প্রতিমন্ত্রী জানান, এই প্রকল্পে আইসিটি মন্ত্রণালয়ের কোন অর্থ ব্যয় হচ্ছে না।