স্কুল-কলেজের সব বইয়ের ডিজিটাল ভার্সন টেক্সটবুক অ্যাপ। ৫ বছরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জন্য তৈরি অ্যাপটি ডাউনলোড হয়েছে লাখেরও বেশি বার। ২০১৭র পর থেকে এমন জনপ্রিয় ও জরুরি এই অ্যাপের কোন আপডেট নেই। অথচ এই তিন বছররে পাঠ্যপুস্তক বদলেছে প্রতিবারই।
২০১৩ থেকে ১৫ পর্যন্ত তথ্যপ্রযুক্তি বিভাগের আওতায় তৈরি হয় ছয়শ অ্যাপ। ৫ বছরের মাথায় অস্তিত্বই নেই পাঁচশ অ্যাপের। আর আপডেটেরে অভাবে সংশ্লিষ্ট ওয়েববাইটিও নিরাপত্তা ঝুঁকিতে। বাকী একশটির মধ্যে মাত্র তিনটি অ্যাপ লক্ষাধিক বার ডাউনলোড হয়েছে। বাকী ৯৭টির অবস্থাও করুণ। যার দায়ভার নিতে রাজী নন নির্মাতারা।
সরকারের পক্ষ থেকেও স্বীকার করা হচ্ছে, জনগনের করের ১৮ কোটি টাকায় তৈরি অ্যাপগুলো মানসম্মত হয়নি। আর তাই ২০১৫ পরবর্তী দেয়া হয়নি অর্থ বরাদ্দও।
খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে স্থানীয় অ্যাপের বাজার বর্তমানে হাজার কোটি টাকা পেরিয়েছে।