বাংলাদেশ সময়ে আজ ২১ নভেম্বর শনিবার রাত ১১ টা ১৭ মিনিটে মহাকাশের উদ্দেশ্যে রওনা হবে স্যাটেলাইটটি। নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে 'সেন্টিনেল -৬ মাইকেল ফ্রেইলিচ'।
ক্যালিফর্নিয়ার ভ্যান্ডেনবার্গ বিমান বাহিনীর ঘাঁটি থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে উড্ডয়নের কথা রয়েছে। নাসার ওয়েবসাইট থেকে উড্ডয়নের সরাসরি সম্প্রচারের করা হবে বলেও জানানো হয়েছে।