ধারণা করা হচ্ছে, আগের বছরের ধারাবাহিকতায় এ মাসেই উন্মোচন হতে পারে আইফোন 12 এর। এর সম্ভাব্য বিক্রয়মূল্য হতে পারে ৭৪৯ ডলার বা প্রায় ৬৪ হাজার টাকা। উন্মোচনের অপেক্ষায় থাকায় অন্য তিনটি সিরিজ হতে পারে আইফোন 12 প্রো, আইফোন 12 ম্যাক্স প্রো ও আইফোন 12 মিনি।
বলা হচ্ছে, উন্মোচনের অপেক্ষায় থাকা নতুন মডেলের হ্যান্ডসেটে ফাইভজি মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি সংযুক্ত করতে পারে অ্যাপল।