channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

অ্যাপে যোগ হচ্ছে ফার্মেসি ও নিত্যপণ্যের দোকান; ব্যবসায় নতুন সম্ভবনা

অ্যাপে যোগ হচ্ছে ফার্মেসি ও নিত্যপণ্যের দোকান; ব্যবসায় নতুন সম্ভবনা

করোনা পরিস্থিতি সামাল দিতে ঘরে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন পরিস্তিতি মোকাবেলায়, সহজ, পাঠাও. ফুডপান্ডার মতো অ্যাপনির্ভর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যুক্ত করেছে ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টোর। প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলো ব্যবসা ব্যপ্তিতে দেখছে নতুন সম্ভবনা। তবে সাধারণ ছুটি ঘোষনা পর কর্মী সংকটে ভুগছে কোম্পানিগুলো।

সমস্ত কিছু থমকে আছে, অদৃশ্য এক শত্রুর হাতে বন্দী হয়ে। মানুষের আতঙ্ক ভীষণ রকম দৃশ্যমান। তবুও থেমে নেই রোজকার জীবন।

করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব মেনে ঘরে থাকার নির্দেশ রাষ্ট্রীয়ভাবে। এমন পরিস্থিতিতে, ব্যস্ততা বেড়েছে অ্যাপনির্ভর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর। এবার অনলাইনে যুক্ত হয়েছে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সম্ভার।

অর্ডার করলে ঘরে পৌঁছে যাবে ওষুধ। এক্ষেত্রে অবশ্যই দিতে হবে প্রেসক্রিপশনের ছবি। আর সরবারহে নিযুক্ত কর্মীদের ব্যবহার করতে হবে প্রতিষ্ঠানের নির্দিষ্ট মেডিকেল ব্যাজ।

ডেলিভারি বয় বলছেন, আমরা জিনিস নেয়ার সময় এবন্দ ডেলিভারির সময় ও স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখতে হয়।

সহজ ফুডের পরিচালক ফারজানা শারমীন বলেন, প্রেস্ক্রিপশন অবশ্যই আমাদের ডেলিভারি বয়কে প্রোভাইড করতে হবে।

করোনায় এমন পরিস্থিতি অব্যাহত থাকলে, বিশ্ব অর্থনীতি যখন মন্দার কথা বলছে, তখন দেশের প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোতে সম্ভবনার হাতছানি। প্রযুক্তির ব্যবহারে নতুন মাত্রা পেতে পারে ব্যবস্থা।

অনলাইন বাণিজ্যে চেনা নাম চালডাল ডট কম বলছে, এক মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির অনলাইন অর্ডার বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। আয় বেড়েছে প্রায় দেড়গুণ। পণ্য ক্রয়ে সীমাবদ্ধতা তুলে নিলে বিক্রি বাড়ার সমম্ভনা রয়েছে ৭ থেকে ৮ গুন। বাড়তি চাহিদা পূরণে আরো ১ হাজার কর্মী নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

চালডাল ডট কমের হেড অব গ্রোথ ওমর শরীফ ইবনে হাই বলেন, আগামী দেড় মাসের মধ্যে আমরা আরও নতুন ৪টি গুদাম খুলতে যাচ্ছি। এজন্য আমাদের বিপুল কর্মী প্রয়োজন হবে।

বিপরিতে আছে চ্যালেঞ্জও। করোনা আতঙ্কে অনলাইন সেবা প্রতিষ্ঠানগুলোতে, কর্মী উপস্থিতি কমেছে অর্ধেকের নিচে। কর্মী ধরে রাখতে বাড়াতে হয়েছে পারিশ্রমিক।

সহজ ফুডের পরিচালক ফারজানা শারমীন বলেন, অনেকেই ঢাকা ছেড়ে চলে গেছেন এবং যারা ঢাকায় আছে তারাও সবাই নিয়মিত কাজে আসছেন না। আমরা ডেলিভারি ম্যানদের সুবিধার্তে তাঁদের পারিশ্রমিক ৭০ শতাংশ বাড়িয়ে দিয়েছি।

বৈশ্বিক অর্থনীতির নাজুক পরিস্থিতে নতুন সম্ভাবনার ক্ষেত্র হতে যাচ্ছে অ্যাপভিত্তিক প্রতিষ্ঠানগুলো। হয়ে উঠছে সাধারণ মানুষের জীবনের অংশ।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

তথ্য প্রযুক্তি খবর