জানান, করোনাভাইরাস সংক্রমণ থেকে কর্মীদের নিরাপদ রাখতে বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে অ্যাপলের বিক্রয়কেন্দ্র। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ পরিবর্তন হতে পারে।
গেলো মাসের মাঝামাঝিতে শুধু চীনে বিক্রয়কেন্দ্র বন্ধের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।