বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম লেগের শেষের শুরু। শেখ জামালের বিপক্ষে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো মোহামেডান। নাইজেরিয়ান স্ট্রাইকার আবিওলা নুরাতের শট রুখে দেন জামাল গোলরক্ষক। ম্যাচে এমন বহু আক্রমণ করেছে সাদা কালো শিবির। কিন্তু খুঁজে পায়নি জালের ঠিকানা।
২০ মিনিটে মোহামেডানের পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। উল্টো ৫ মিনিট পর গোল খেয়ে পিছিয়ে পড়ে শন লেন শিষ্যরা। ওমর জোবের অ্যাসিস্টে উজবেক স্ট্রাইকার ওতাবেকের কোনাকুনি শটে এগিয়ে দেয় ধানমন্ডি জায়ান্টদের।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে শফিকুল ইসলাম মানিকের দল। ওমর জোবে-ওতাবেকের দুই আক্রমণ ঠেকিয়ে দেন মোহামেডান কিপার।
সমতায় ফিরতে পারতো সাদা-কালোরাও। বারবারই সঙ্গী তাদের হতাশা। উল্টো ম্যাচের শেষভাগে ওমর জোবের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুন করেন সলোমান কিং। নির্বাচিত কমিটি প্রথম দিনেই দেখলো দলের হার।
প্রথম লেগ শেষে ৭ জয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে শেখ জামাল। এক পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছে আবাহনীকে।