টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত। জোড়ালো হলো এশিয়া কাপ বাতিলের শঙ্কা। এসিসির সূচী অনুযায়ী চলতি বছর জুনে শ্রীলঙ্কায় হবার কথা এশিয়া কাপের ১৫তম আসর। একই সময় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াই।
টুর্নামেন্ট বাতিল হলে বিকল্প চিন্তা করে রেখেছে বিসিবি। যদিও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। শিরোপা হাতে তুলতে না পারলেও, শেষ চারবারের ৩টিতে ফাইনালের মঞ্চে ওঠা কম কিসে?
এদিকে ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। কোয়ারেন্টিন আর অনুশীলন পর্ব কলম্বোতে। এখনো আনুষ্ঠানিকভাবে না জানালেও, গুঞ্জন সিরিজের দুটি টেস্ট হতে যাচ্ছে ক্যান্ডিতে। মে-তে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে লঙ্কান দল। সে সিরিজও চূড়ান্ত।
শুধু তাই নয়, চলতি বছরই আরেক দফা বাংলাদেশ সফরে আসতে পারে শ্রীলঙ্কা। ডিসেম্বরে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা টাইগারদের।