ইতালিতে এবার হুমকির মুখে জুভেন্টাসের সিরি আ ট্রফি। রোনালদোর সময়টা ভালো গেলেও এবার ধুকছে তুরিনের ওল্ড লেডিরা। এরই মধ্যে শীর্ষ থাকা ইন্টারের সাথে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে দশে।
লাৎসিও বিপক্ষে হারলেই হাতছাড়া হবে তিন নম্বর জায়গাটাও। সব কম্পিটিশন মিলে শেষ ৫ ম্যাচে মাত্র এক জয় জুভেন্টাসের। যদিও ঘরের মাঠে শেষ ৬ ম্যাচে জিতেছে আন্দ্রে পিরলোর দল।