প্রাপ্তির খাতায় আকাশ-পাতাল পার্থক্য থাকলেও, আজও এতটুকু কমেনি জার্মান ক্ল্যাসিকোর আবেদন। বায়ার্নের আধিপত্য বিস্তার ইউরোপে ছড়িয়ে পড়লেও শুধু ঘরোয়া টুর্নামেন্টেই আটকে আছে ডর্টমুন্ডের সাফল্য। তবে মর্যাদার লড়াই বলে, এতটুকু ছাড় দিতে রাজি কেউই।
ডর্টমুন্ডের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে থাকলেও খুব একটা স্বস্তিতে নেই বায়ার্ন। দুই পয়েন্টে পিছিয়ে থেকে বাভারিয়ানদের ঘাড়ে নি:শ্বাস ফেলছে লাইপজিগ। ডর্টমুন্ডের সাথে পা হড়কালেই হাতছাড়া হতে পারে শীর্ষস্থান। তবে সুখবর, কোভিড নাইনটিন থেকে সুস্থ হয়ে ফিরছেন বেঞ্জামিন পাভা। তবে এ ম্যাচেও সাইডলাইনে থাকবেন করেন্তিন তোলিসো, ডগলাস কস্তা।
ডর্টমুন্ডের লড়াইটা আপাতত সেরা চারে থাকার। অন্তর্বর্তী এডিন তার্জিকের অধীনে শেষ চার ম্যাচ জিতে ছন্দে ফিরেছে অতিথিরা। শেষ দুই জার্মান ক্ল্যাসিকো জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার আলিয়াঞ্জ অ্যারেনায় যাচ্ছে ডর্টমুন্ড। বায়ার্ন গোলমেশিন লেভানডভস্কির সাথে লড়াইটা আর্লিং হল্যান্ডেরও।