ঘরের মাঠ এনফিল্ড যেনো মৃত্যুপুরির নাম লিভারপুলে জন্য। ইংলিশ লিগ ইতিহাসে প্রথমবারের মত টানা ৫ হোম ম্যাচে হার চ্যাম্পিয়নদের। সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিয়ে শঙ্কায় অল রেডস। টানা ৬৮ হোম ম্যাচ জয়ে ত্রিশ বছরে প্রথম শিরোপার স্বাদ নেয়ার পরের মৌসুমেই মুদ্রার উল্টোপিঠ দেখছে ক্লপ শীষ্যরা। বিপরীতে থমাস টুখেলের অধীনে হারতে ভুলে গেছে চেলসি। অপরাজেও টানা ১০ ম্যাচে।
প্রথমার্ধেই অনেকটা এককন নৈপুন্যে মেসন মাউন্ডের গোল ম্যাচের ভাগ্য নির্ধারক। ল্যাম্পার্ডের সান্নিধ্যে যেখানে ১৮ ম্যাচে মাত্র দু গোল করেছিলেন মাউন্ট সেখানে টুখেলের অধীনে ৮ লিগ ম্যাচে ৩ গোল এ ফরোয়ার্ডের।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা ছিলো স্বাগতিকদের। ব্লুদের ডি বক্সে রবার্তো ফিরমিনোর ক্রস এনগোলো কান্তের হাতে লাগলে পেনাল্টি দাবী করেছিলো লিভারপুল। তবে ভিএআরে তা বাতিল হয়ে উত্তেজনা ছড়ায় ম্যাচে।
শেষ পযর্ন্ত কাজের কাজ হয়নি। হেরে সপ্তম স্থানে নেমে গেছে লিভারপুল। বিপরীতে শেষ চারে জায়গা হরে নিয়েছে চেলসি।
এদিকে গেলো নভেম্বরের পর প্রথমবারের মত টানা দু ম্যাচে জয় টটেনহ্যামের। বার্নলিকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর ফলহ্যামের বিপক্ষে ল্নডন ডার্বিও জিতে নিয়েছে স্পাররা।
ক্র্যাভেন কটেজে ১৯ মিনিটে তোসিন আদারাবাইয়োর আত্মঘাতী গোল ব্যবধান গড়ে দেয়। ফুলহ্যামের বিপক্ষে শেষ ছয় অ্যাওয়ে ম্যাচে জয় মরিনহো শীষ্যদের।