অনেকটা আকস্মিক ভাবেই আইপিএলের দল রাজস্থান রয়্যালস কর্তাদের পদচারনায় মুখর মিরপুরের হোম অব ক্রিকেট। ঘুরে ফিরে দেখেছেন সব ধরণের সুযোগ সুবিধা। তবে শেরে বাংলায় ক্যাম্প করার কোন পরিকল্পনা নেই ফ্র্যাঞ্চাইজিটির।
জন্ম আসামে হলেও শুরু থেকে রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বরঠাকুর। উত্তর ভারতের এ রাজ্যের সীমানা ছাড়িয়ে তার টার্গেট এখন গোটা উত্তর-পূর্বাঞ্চল। মহারাষ্ট্রের নাগপুরের পর আসামের গোয়াহাটিতে একাডেমি আছে রাজস্থান রয়্যালসের। এবার রঞ্জিত বরঠাকুরের নজর বাংলাদেশে।
১ কোটি রুপিতে এবার রাজস্থান রয়্যালসে নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেলে তাকে শুরু থেকে নাও পেতে পারে সাঞ্জু স্যামসনের দল। তাতে মনক্ষুন্ন নন ফ্র্যাঞ্চাইজি চেয়ারম্যান।
বাংলাদেশ থেকে মোস্তাফিজের মতো ক্রিকেটার তুলে আনতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। আসাম-পশ্চিমবঙ্গ বা হিমালয় অঞ্চলের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের মেলবন্ধনে আগ্রহী চেয়ারম্যান।
মূলত বাংলাদেশে রাজস্থান রয়্যালসের ফ্যানবেজের কলেবর বাড়ানোর লক্ষ্য বরঠাকুরের।