একদিন আগে মুক্ত হয়েছিলেন ঠিকই কিন্তু উন্মুক্ত বাতাসে, খোলা মাঠে অনুশীলনের সুযোগ ছিলো না। বৃহস্পতিবার নিউজিল্যান্ড মিশনের প্রথম আনুষ্ঠানিক ধাপ শুরু হলো। লিংকন গ্রীনের রোদ্রোজ্জ্বল আবহাওয়া আর অবারিত সবুজ স্বাগত জানালো টিম বাংলাদেশকে। ৭ জনের তিন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন টাইগারদের। কেমন কাটলো প্রথম দিনটা?
অনুশীলনে গুরুত্ব পেয়েছে ফিল্ডিং। কারনটা জানালেন সাইফউদ্দিন।
নিউজিল্যান্ডে কখনোই জিততে না পারার আক্ষেপ ঘোচাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। ওয়ানডেতে যে কোনা উইকেটে যে কোন দলকে হারানোর সামর্থ্য আছে টিম বাংলাদেশের আত্মবিশ্বাসী সাইফউদ্দিন। প্রাপ্তির শূন্য খাতা পূরনের মিশন এ পেস বোলিং অলরাউন্ডারের।
কুউন্সটাউনে গিয়ে পুরোপুরি মুক্ত হতে আর মাত্র এক করোনা টেস্ট বাকি বাংলাদেশের। এরপর পূর্নাঙ্গ অনুশীলনে আর বাধা থাকবেনা তামিম, মুশফিকদের।