২০ ফেব্রুয়ারি শুরু হয়েছিলো টুর্নামেন্ট। কিন্তু ক্রিকেটার ও কোচিং স্টাফের মধ্যে করোনার বিস্তার ঘটায় মাঝপথে টুর্নামেন্ট বন্ধ করতে বাধ্য হলো আয়োজকরা।
সবার আগে ইংলিশ ওপেনার টম বেন্টন আক্রান্ত হন। তারপরেও ম্যাচ চালিয়ে যায় টুর্নামেন্ট কমিটি। এরপর একে একে ৭জন ক্রিকেটার ও কোচ করোনা ভাইরাসে আক্রান্ত হন। এই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ফাহাদ আহমেদ ও পাকিস্তানি কোচ কামরান খান।
টুর্নামেন্টের ১৪টি ম্যাচ হয়েছে এখন পযর্ন্ত। বাকি আরো ২০ ম্যাচ। ২০২০ সালে করেনার জন্য সেবার পিছিয়ে ছিল পিএসল।