ইতালিয়ান লিগে ছুটছেন ক্রিস্তিয়ানো রোনালদো। স্পেৎসিয়ার বিপক্ষে স্কোর করে অনন্য রেকর্ডের মালিক সিআর সেভেন। টানা ১২ মৌসুমে লিগে অন্তত ২০ গোল করার কীর্তি গড়লেন পর্তুগিজ যুবরাজ।
তবে এ রেকর্ডের জন্য ৮৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতো না রোনালদোকে। প্রথমার্ধে সিআর সেভেনের শট সাইডবার বাধা না হয়ে দাড়ায়।
৬২ মিনিটে ডেড লক ভাঙেন আলভারো মোরাতা। আর রোনালদোর গোলের আগে মাঝে ব্যবধান বাড়ান ফেদেরিকো কিয়েজা।