বিভিন্ন দেশে বদলেছে করোনার ধরণ। কখনও আক্রান্ত বেশি, কখনও কম। আঞ্চলিক আসর হওয়ায় সব দেশের ওপরই নজর রাখতে হয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে। অবশেষে এএফসি কাপের ভেন্যু চূড়ান্ত করলো সংস্থাটি। তবে, এখনও অপেক্ষায় বিশ্বকাপ বাছাইয়ে 'ই' গ্রুপের বাকি ম্যাচের ভেন্যু ঘোষণা। ২৫ মার্চের ম্যাচ নিয়ে বাংলাদেশ ও আফগানিস্তানকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার আহবান জানিয়েছে এএফসি।
গত বছর হোম ম্যাচে টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়ে নিজেদের প্রথম এএফসি কাপের শুরুটা দুর্দান্ত ছিল বসুন্ধরা কিংসের। কিন্তু করোনা আর মাঠে গড়াতে দেয়নি আসর। অবশেষে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। সিলেট জেলা স্টেডিয়ামে ডি গ্রুপের ম্যাচ আয়োজনে এএফসিতে আবেদন করা হয়েছিল। শেষ পর্যন্ত মালদ্বীপের মালেকে চূড়ান্ত করলো এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
১৪ মে স্বাগতিক মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি কাপ অভিযান শুরু হবে বসুন্ধরা কিংসের। ২০ মে ভারতের এটিকে মোহনবাগানের সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। মাঝে ১৭ মে প্লেঅফ জয়ী দলের সাথে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। সে ম্যাচে আবাহনীও প্রতিপক্ষ হতে পারে কিংসের। এক্ষেত্রে, ১৪ এপ্রিল প্রিলিমিনারি এবং ২১ এপ্রিল প্লেঅফ রাউন্ডের ম্যাচ জিতে গ্রুপ পর্বে নাম লেখাতে হবে আকাশী নীলদের।