অন্য দেশগুলোর তুলনায় নিউজিল্যান্ডের কোভিড প্রটোকল বেশ কঠিন। মেহেদি হাসান মিরাজ দেশটির কোয়ারেন্টিনকে জেলখানার সাথে তুলনা করেছেন। তবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে কোয়ারেন্টিন আইন ভঙ্গ করায় যেখানে শাস্তি পেতে হয়েছিলো, সেখানে বাংলাদেশ প্রশংসা পেয়েছে। নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড ও স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশের আচরণে সন্তুষ্ট।
তবে অস্বস্তিও আছে। ১০ মার্চের আগে মূল প্রস্তুতিতে নামতে পারছে না বাংলাদেশ। অর্থাৎ কুইন্সটাউনে ক্যাম্প শুরু হতে এখনো এক সপ্তাহেরও বেশি সময় বাকি। তার আগে অবশ্য ৪ মার্চ থেকে ছোট গ্রুপে বিভক্ত হয়ে ক্রাইস্টচার্চেই অনুশীলন করবে টাইগাররা।
এখন পর্যন্ত দুই দফা করোনা টেস্ট হয়েছে ক্রিকেটার, কোচিং স্টাফ সহ বহরে থাকা সব সদস্যের। প্রতিবারই নেগেটিভ এসেছে। তৃতীয় দফা করোনা পরীক্ষায় নেগেটিভ হলে, কোভিড প্রটোকল আরেকটু শিথিল হবে টিম বাংলাদেশের।