তবে জায়গা হয়নি রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের হোম ভেন্যু। তাতেই আপত্তি জানিয়েছে এই তিন দল। তাদের দাবি বাকি দলগুলো হোম অ্যাডভান্টেজ পেলেও এই তিন দল বঞ্চিত হবে। বিসিসিআই প্রধান নির্বাহীর কাছে লিখিত আপত্তি জানালেও সংবাদ মাধ্যমে এ বিষয়ে কথা বলতে চায় না দলগুলো।
করোনার কারণে ছয় ভেন্যুতে এবারের আইপিএল করতে চায় বিসিসিআই। এপ্রিলের মাঝামাঝি শুরুর কথা আইপিএল।