ইংলিশ প্রিমিয়ার লিগে স্বপ্নের মতো এক মৌসুম কাটছে ম্যানচেষ্টার সিটি। লিগে টানা জয়ের রেকর্ডটা নিয়ে গেছে ১৩তে। সব কম্পিটিশন মিলে সংখ্যাটা ১৯। অপরাজেয়রও রেকর্ড ২৭ এ নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই ওয়েস্ট হ্যামকে আতিথ্য দেবে সিটিজেনরা। প্রায় দুই মাস পর মাঠে ফেরার অপেক্ষায় কুন আগুয়েরো।
বছরজুড়ে ৯ ম্যাচে সাতটিতে জেতা ওয়েস্ট হ্যামের কাছে এক দুর্ভেদ্য নাম ম্যান সিটি। ঘরে বাইরে গেলো ৬ বছরে ১১ ম্যাচ ধরে সিটিজেনদের সাথে জয় নেই হ্যামারদের। আটবারের চেষ্টাতেও ডাগআউটের লড়াইয়ে গার্দিওলাকে এখনও হারানো হয়নি ডেভিড ময়েসের। এবার ইতিহাস বদলাতে না পারলে শঙ্কায় পড়বে ওয়েস্ট হ্যামের সেরা চারে থাকা।