বিসিবির সহায়তায় বদ্ধ রুমে হাল্কা বেয়ামের জন্য এসব উপকরন পেয়েছেন মুশফিকুর রহিম। নিজে থেকেই প্রতিদিনকার রুটিন তৈরি করেছেন মিস্টার ডিপেন্ডেবল। অখন্ড অবসর সময়টা কাজে লাগাচ্ছেন ঘাম ঝরিয়ে। ১৪ দিনের দীর্ঘ বিরতির পর ফিটনেস ধরে রাখাটা চ্যালেঞ্জিং হবে টিম বাংলাদেশের তা ভালো করেই জানা মুশফিকের। কেমন কাটছে বাকিদের দিনলিপি?
দীর্ঘ ৪৮ ঘন্টা পর ক্রাইস্টচার্চের হোটেল শ্যাটো অন দ্যা পার্ক থেকে বেরিয়ে মুক্ত বাতাসে প্রাণ ভরে নি:শ্বাস নিতে টিম টাইগার্স। মাত্র ত্রিশ মিনিটের জন্য খোলা জায়গা পেয়ে অনুশীলন করতে ভুলেননি সৌম্য সরকার। যা সম্ভব হয়েছে প্রথম টেস্টে সবাই করোনা নেগেটিভ হওয়ায়। শুধু কোভিড নাইনটিন পরীক্ষা নয় অ্যান্টি বডি সহ আরো অনেক গুলো মেডিকেল সার্টিফিকেট পেতে হবে ক্রিকেটারদের। জীবনে প্রথমবারের মত এমন অভিজ্ঞতা.. সঙ্গে দমবন্ধ হয়ে যাওয়া পরিবেশ থেকে মুক্তির অপেক্ষা তাসকিনের।
শনিবার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা হবে ক্রিকেটারদের।