২১ বছর চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলতে নেমেছিলো লাৎসিও। তবে দুর্ভাগ্য প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের ক্ষিপ্রতায় আসর থেকে ছিটকে যাবার শঙ্কায় ইতালিয়ান ক্লাবটি।
রোমের স্তাদিও অলিম্পিকে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। শুরুটা রবার্ট লেভানদোভস্কিকে দিয়ে। লাৎসিও ডিফেন্ডার মাতেও মুসাকিওর ভুলে লিড এনে দেন এ পোলিশ স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগে ৭২তম গোল রবার্ট লেভানদোভস্কির। টপকে যান সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৩ নম্বরে থাকা রাউল গঞ্জালেসকে।
১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন জামাল মুসিয়ালা। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কমবয়সী ইংলিশ ফুটবলার হিসেবে স্কোর করলেন ১৭ বছর বয়সী এ মিডফিল্ডার।
বিরতির আগে স্কোরশীটে নাম লেখান লেরয় সানে। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই সানের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান ফ্রান্সেসকো আচারবি।
লাৎসিওর হয়ে এক গোল শোধ করেন হোয়াকিন কোরেয়া।