এদিকে, ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় হতাশা জানিয়েছেন জাতীয় দলের হেড কোচ। জড়িতদের শাস্তি চেয়েছেন জেমি ডে।
সম্প্রতি, চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে উঠে আসা প্রিমিয়ার লিগের দুই ক্লাব আরামবাগ ও ব্রাদার্সের ফিক্সিং কান্ডে জড়ানোর সন্দেহের পর হুঁশিয়ারি দিলেন ফেডারেশন সভাপতি।
যদিও অভিযোগের ব্যপারে এখনও ফুটবল ফেডারেশনের চিঠির জবাব দেয়নি আরামবাগ ক্রীড়া সংঘ। দুই দফা চিঠি চালাচালি হয়েছে ব্রাদার্স ইউনিয়নের সাথে। তবে অভিযোগ অস্বীকার করেছে ক্লাবটি।
আরামবাগের জবাব পেলে পাতানো খেলা শনাক্তকরণ কমিটির কাছে তদন্তের জন্য হস্তান্তর করবে বাফুফে। আলোচনা চলছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের ইনটিগ্রিটি বিভাগের সহযোগিতা নেয়ার ক্ষেত্রেও।