চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৭ ম্যাচে ১৬ জয়ের, অবিশ্বাস্য রেকর্ড সঙ্গী করে নামছে বায়ার্ন মিউনিখ। লাৎসিওর হোম ম্যাচ হলেও পরিসংখ্যান কথা বলছে চ্যাম্পিয়নদের হয়ে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ইতিলিয়ান কোন ক্লাবের সাথে ৫ অ্যাওয়ে ম্যাচে অপরাজেয় হ্যান্সি ফ্লিকের দল।
যদিও ক্লাব বিশ্বকাপ জয়ের পর সময়টা ভালো যাচ্ছেনা বাভারিয়ানদের। বুন্দেসলিগায় শেষ দুই ম্যাচেই পয়েন্ট খুইয়ে রোমে যাচ্ছে জার্মান জায়ান্টরা। করোনামুক্ত না হওয়ায় হোটেলেই থাকতে হচ্ছে থমাস মুলারকে। ইনজুরিতে ছিটকে গেছেন করেন্তিন তোলিসো।
বায়ার্নের বিপক্ষে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতামূলক কোন ম্যাচে নামবে লাৎসিও। জার্মান ক্লাবের বিপক্ষে আগের ৬ দেখায় মাত্র এক হার ইতালিয়ান প্রতিনিধিদের। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ১৭ ম্যাচে প্রতিপক্ষের জালে ৬১ গোল জড়িয়েছে বায়ার্ন। বিপরীতে নিজেদের শেষ ১৭ ম্যাচে ক্লিন শিটের রেকর্ড নেই লাৎসিওর।