গ্রুপটি প্রায় দুই বছরের উপরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে । দিনব্যাপি ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্টের নকআউট রাউন্ড ও ফাইনাল অনুষ্ঠিত হয় । ঢাকা ভিত্তিক ১৩টি দল নিয়ে সুসংগঠিত বন্ধুত্বের লড়াই উৎসবমুখর পরিবেশে খেলায় রূপ নেয় মাঠে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের সম্মতি, প্রত্যক্ষ উপস্থিতি এবং দিকনির্দেশনায় এই অনন্য আয়োজন।অংশগ্রহণকারী দলগুলো হলো ক্লাব ৯৮ শরীয়তপুর, ক্লাব খিলগাঁও, জিনিয়াস ৯৮ যাত্রাবাড়ি, মতিঝিল কিংস,উত্তরা ভাইকিংস,ধামোস থান্ডার,মিরপুর স্কোরিয়া, টংগী ৯৮ কিকারস, ঢাকাইয়া নবাব, নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস, সকার ৯৮ সাভার, গাজীপুর লায়ন্স, ইউসিজি উত্তরা ইউনাইটেড ।
মূলত, দেশের ফুটবলকে এগিয়ে নিতে এবং আগামী প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করে তুলতেই এই আয়োজন। টানটান উত্তেজনা পূর্ন ফাইনাল ম্যাচে ধামোস থান্ডার ট্রাইব্রেকারে ৩-১ গোলে মতিঝিল কিংস কে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ , জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য, মেকার্স মার্কেট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সাইদুল হক জুয়েল সহ অন্যান্য অতিথিরা উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। আয়োজক কমিটির মুশফিকুল ইসলাম এবং ফারুক উজ জামান জানান ভবিষ্যতেও তারা এ রকম বিভিন্ন খেলাধুলাসহ সামাজিক কাজে সম্পৃক্ত থাকবেন ।