সময়টা ভালো যাচ্ছেনা ইতালিয়ান চ্যাম্পিয়নদের। লিগের সবশেষ ম্যাচে নাপোলির কাছে হেরেছে ১-০ গোলে। এ বছর চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগেও তাদের কাছে হেরেছিলো আন্দ্রে পিরলোর দল।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচেও পোর্তোর কাছে হারে য়্যুভেন্তাস। তবে আশার কথা, ক্রতোনের বিপক্ষে সাত দেখায় একবারও হারেনি তুরিনের ওল্ড লেডিরা। ইনজুরির কারণে খেলতে পারছেন না আর্থুর ও হুয়ান কোয়াদ্রাদো।