সানসিরোয়। ম্যাচের ৫ মিনিটে লতারো মার্তিনেজের হেডে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে আরো এক গোল আর্জেন্টাইন স্ট্রাইকেটারের কল্যানে।
৬৬ মিনিটে স্কাআরশিটে নাম তোলেন রোমেলু লুকাকু। মিলান ডার্বিতে টানা ৪ ম্যাচে গোলের দেখা পেলেন বেলজিয়ান ফরোয়ার্ড। ৭১ বচর আগে বেনিতো লরেঞ্জি গড়েছিলেন এমন কীর্তি।
এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেলো কন্তে শীষ্যরা।