৩ উইকেটে ৫৩ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে সফরকারীরা। ৪৮২ রানের পাহাড়সম টার্গেট আরো অসম্ভব করে তোলেন ভারতীয় স্পিনাররা। মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৪৩ রান করেন ডম বেসের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া মঈন আলী। অভিষিক্ত বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল নেন ৫ উইকেট। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ৩ আর কুলদ্বীপ যাদব নেন ২ উইকেট।
এ জয়ে ৪ ম্যাচে সিরিজে ১-১ সমতায় ফিরলো ভারত। সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের দুই নম্বরে ওঠে এলো টিম ইন্ডিয়া। আর ইংল্যান্ড নেমে গেলো ৪ নম্বরে।