ন্যু ক্যাম্পে ফেরার স্বপ্নটা, একদিনের জন্যে হলেও সত্যি হতে পারতো নেইমারের। সত্যি হতে পারতো আবারও একই মঞ্চে মেসি-নেইমারের ধ্রুপদি লড়াইও। হউক না প্রতিপক্ষের জার্সিতে। তবে হতে দিলোনা ইনজুরি। বোন রাফায়েলার জন্মদিনের অভিশাপ থেকে এবারো মুক্তি মেলেনি ব্রাজিল সেনসেশনের। ১১ মার্চ রাফায়েলার বার্থ ডের আগে নেইমারের ইনজুরিতে পড়ার রেওয়াজের ব্যতিক্রম হয়নি এবারও।
রাউন্ড অব সিক্সটিনের আগে পিএসজির দুশ্চিন্তা আরও বাড়িয়েছে অ্যাঙ্হেল দি মারিয়ার ইনজুরি। অনিশ্চয়তায় পাওলো সারাবিয়া ও মার্কো ভেরাত্তিও। ৪ বারের চেষ্টাতেও এখনও ন্যু ক্যাম্প জয় করা হয়নি পিএসজির। যদিও ঘরোয়া ফুটবলের শেষ চার ম্যাচে শতভাগ জয় পচেত্তিনোর দলের।
আত্মবিশ্বাসের তুঙ্গে বার্সেলোনাও। শেষ ১৮ ম্যাচে মাত্র এক হার কাতালান শিবির। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৩৩ নক আউট ম্যাচে মাত্র একবারই ঘরের মাঠে হেরেছে ব্লগানাররা। পিএসজিতো বটেই বার্সার মাঠ থেকে এখন পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি কোন ফ্রেঞ্চ ক্লাব। এ ম্যাচ দিয়ে জাবিকে টপকে বার্সার জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ৫০৬ ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন লিওনেল মেসি। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরছেন জেরার্ড পিকে।