সিরি আয় নাপোলির বিপক্ষে লড়বে চ্যাম্পিয়ন য়্যুভেন্তাস। দুইয়ে থাকা ইন্টারের সাথে পয়েন্ট ব্যবধান দুইয়ে নামিয়ে আনতে জয় চাই তুরিনের ওল্ড লেডিদের। দারুণ ফর্মে ক্রিস্তিয়ানো রোনালদো। ১৬ গোল করে লিগের টপ স্কোরার পর্তুগীজ তারকা।
উল্টো দিকে মাঝ পথে ছন্দ হারিয়ে ধুকছে নাপোলি। সব কম্পিটিশন মিলে শেষ তিন ম্যাচে জয় নেই গাত্তুসোর দলের। যার দুটিতেই আবার হার।