তিনমাসের ব্যবধানে দুদলের দ্বিতীয় দেখায় এবার স্পষ্ট ফেভারিট ম্যান সিটি। রেকর্ড টানা ১৫ জয় আর ২২ ম্যাচে অপরাজেয় সবকিছুই স্বাগতিকদের পক্ষে। স্পার্সকে হারিয়ে দুইয়ে থাকা ম্যান ইউর সাথে ব্যবধান ৮ এ নিয়ে যাওয়ার হাতছানি ম্যানচেষ্টার জায়ান্টদের। কোভিড নাইনটিনের ধকল কাটিয়ে এগারো ম্যাচ পর ফেরার অপেক্ষায় সার্জিও আগুয়েরো। গার্দিওলার স্বস্তি বাড়াচ্ছে রদ্রিগো ও রুবেন দিয়াজের সেরে ওঠাও। তবে ছিটকে গেছেন ফার্নানদিনহো।
সময়টা ভালো যাচ্ছেনা টটেনহ্যামের। সব কম্পিটিশন মিলে শেষ ৫ ম্যাচের চারটিতেই হার স্পার্সের। তার উপর শেষ দশবারের চেষ্টায় ইতিহাদ থেকে মাত্র একবারই জয় নিয়ে ফিরতে পেরেছে লন্ডনাররা। তাও ৫ বছর আগে। তবে গার্দিওলার অদম্য সিটিকে সবশেষ হারানো দলের নামও টটেনহ্যাম।
প্রথম ম্যানেজার হিসেবে গার্দিওলাকে টানা তিন ম্যাচে হারানো সুযোগ মরিনিয়োর।