জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ থেকেই নিজেকে পেস অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শেষ দশ ওয়ানডেতে মাত্র একবার উইকেটশূন্য ছিলেন। ভারতের বিপক্ষে বিশ্ব শ্রেষ্ঠত্বের সেই মঞ্চে ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করেছেন। গেল চার ম্যাচে ১৩ উইকেট বলছে দলের জন্য কতটা কার্যকর সাইফউদ্দিন।
কিন্তু বারবারই হোঁচট খেয়েছেন। কখনো ব্যাক কখনোবা হ্যামস্ট্রিং ইনজুরি জাতীয় দলের পথটকে করেছে বন্ধুর। সুস্থ থাকার লড়াইটা তাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সাইফুদ্দিনের জন্য। তারপর চিন্তা ব্যক্তিগত মাইলফলক নিয়ে।
সেই ইনজুরিতে পিছিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামা। তৃতীয় ম্যাচে ফিরেই সাবলীল সাইফুদ্দিন নিয়েছেন তিন উইকেট। শুধু ব্যক্তিগত নয় দলীয় সাফল্যও টনিক হতে পারে নিউজিল্যান্ড সিরিজে। যদিও সবফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে জয়শূন্য টিম বাংলাদেশ।
প্রেসিডেন্টস কাপ ও বিপিএলে তামিমের অধীন খেলেছেন। লাল-সবুজ জার্সিতে দলনেতা অভিন্ন হওয়ায় সাচ্ছন্দ্যে খেলতে পারছেন সাইফুদ্দিন।