উলভারহ্যাম্পটনকে আতিথ্য দেবে চেলসি। শেফিল্ডের মুখোমুখি ম্যান ইউ। কোপা ইতালিয়ায় স্পালের বিপক্ষে লড়বে য়্যুভেন্তাস। আর কোপা দেল রের রাউন্ড অব সিক্সটিনে রায়ো ভায়েকানোর প্রতিপক্ষ বার্সেলোনা।
নতুন কোচ, নতুন শুরু চেলসির। মঙ্গলবার রাতে থমাস টুখেলকে আনুষ্ঠানিকভাবে হেডকোচের দায়িত্ব দিয়েছে ইংলিশ ক্লাবটি। শেষ আট ম্যাচে মাত্র ২ জয় চেলসির। তবে উল্ভসের বিপক্ষে পরিসংখ্যানে অনেক এগিয়ে ব্লুরা। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে এ ম্যাচে থাকছেন না এনগোলো কান্তে। অনিশ্চিত ক্রিস্টিয়ান পুলিসিচ।
কোপা দেল রের ভায়োকানোর বিপক্ষে ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি। ২ ম্যাচ নিষেধাজ্ঞা শেষে ফিরছেন এলএমটেন। টের স্টেগেনের পরিবর্তে গোলবারে দাঁড়াতে পারেন নেতো। তবে এ ম্যাচেও থাকছেন না সার্জিনো ডেস্ট ও সার্জি রবার্তো।