বড় জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে এলো ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ব্রমকে পেয়ে যেনো গোলউৎসবে মাতে গার্দিওলা শিষ্যরা। প্রথমার্ধেই ৪ গোল সিটিজেনদের। আর শুরুটা করেন ইকায় গুন্দোয়ান। ক্যানসেলোর অসাধারণ অ্যাসিস্টে দারুন ফিনিশিং এ জার্মান প্লেমেকারের।
দ্বিতীয় গোল ক্যানসেলো নিজেই করেন। অফ সাইডের বাঁশির কারনে দ্বিধায় পরে ওয়েস্ট ব্রম রক্ষণ। পরে ভিএআরে গোলের সিদ্ধান্ত দেন রেফারি। বিরতির আগে আরো দু্ গোল করেন ইকায় গুন্দোয়ান ও রিয়াদ মাহরেজ। আর ৫৭ মিনিটে পঞ্চম গোলটি আসে রাহিম স্টার্লিংয়ের পা থেকে।