শেষ বোর্ড সভা হয়েছিলো গেলো বছর মার্চে। সে সভায় তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়ক হয়েছিলেন। আর এবার তার অধিনায়কত্বের অভিষেকের প্রথম সিরিজ শেষে আবারও এক হচ্ছেন বোর্ড কর্তারা। যদিও করোনার ১০ মাসে বদলেছে পরিস্থিতি। তাই ভার্চুয়ালি হবে সভা।
দীর্ঘ বিরতিতে সভার এজেন্ডা লম্বা। শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অগ্রগতি, আসন্ন সিরিজ ও টুর্ণামেন্ট নিয়ে পরিকল্পনা, ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যত, কেন্দ্রীয় চুক্তির রূপরেখা, বিদেশি কোচদের চুক্তি, বিসিবির আর্থিক লাভ-ক্ষতির বিষয়ও উঠে আসবে।
চলতি বছরের ব্যস্ত সূচীতে ক্রিকেটারদের ধকল কমানোর উপায়ও খুঁজতে চায় বিসিবি।
তবে যে বিপিএল থেকে বিসিবি সবচেয়ে বেশি আয় করে তা এখনো অন্ধকারে। গেলো বছর টুর্নামেন্ট হয়নি। এফটিপি বিবেচনায় এ বছর আয়োজন প্রায় অসম্ভব।