লাল-সবুজের দেশে ক্যালিপসো সুরের আবেশ হারিয়েছে। টাইগারদের বছরের শুরুটা প্রত্যাশা অনুযায়ী। বাংলাওয়াশ খুর্ব শক্তির উইন্ডিজ। ঠিক যেমনটা ছিলো অনুমেয়।
মিরপুর থেকে সাগরিকায়, বাংলাদেশের জয় অবিরত। এই প্রাপ্তির মাঝেও টাইগার অধিনায়কের কন্ঠে আক্ষেপ। তিন ম্যাচের কোনটিতে শতক আসেনি কারো উইলোবাজিতে।
শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। ২৪ ঘন্টার পর্যবেক্ষনে বিশ্বসেরা অলরাউন্ডার। তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব, স্ত্রীর পাশে থাকতে যাচ্ছেন না নিউজিল্যান্ড সফরে, এমন খবরের বিপরীতে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া।
এদিকে স্পিনে আছে উইন্ডিজের চরম দূর্বলতা মানছেন ক্যারিবীয় কোচ। সিরিজ হারের পরে দু চারটে নাম ফিল সিমন্সের প্রাপ্তি।