অধিনায়ক মুমিনুল হককে সাথে নিয়ে চেনা মাঠে ইয়াসির আলী। ঘরের মাঠে টেস্ট অভিষেকের স্বপ্নকে সাথে নিয়ে এগিয়ে চলেছেন মিডিল অর্ডার এই ব্যাটসম্যান। তার আগে জায়গা পেতে হবে চূড়ান্ত দলে।
ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পরদিনই টেস্ট প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। যেখানে বিশ্রামে সাকিব, তামিম, মুশফিকরা। ওয়ানডে দলের ক্রিকেটারদের ছাড়াই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘাম ঝড়িয়েছেন বাকিরা।
ইয়াসির তাদেরই একজন। করোনাকালের ঘরোয়া দুই টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে আলো ছড়ায়নি তার ব্যাট। তিনি যে লঙ্গার ভার্সনের ক্রিকেটার। আট ফার্স্ট ক্লাস সেঞ্চুরি তার পক্ষে কথা বলছে।
প্রস্তুতি ম্যাচ শেষে মূল দল ঘোষণা করবেন নির্বাচকরা। সেখানে ব্যাট হাতে জ্বলে উঠলে আর দলের পরিধি বাড়লে সম্ভাবনাও বাড়বে ইয়াসিরের। যার আইডল সাকিব, তামিম, মুশফিক।
শুক্রবার এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়দের বিপক্ষেও বিসিবি একাদশের হয়ে খেলবেন ইয়াসির।