চতুর্থ দিন সকালে ৫ রান যোগ করে শেষ উইকেট হারায় ইংল্যান্ড। অলআউট হয় ৩৪৪ রানে। ৩৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যর্থ লঙ্কানরা। ডমেনিক বেস ও জ্যাক লিচের স্পিন ঘূর্ণিতে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় দিনেশ চান্দিমালের দল। দু'জনের শিকার সমান চারটি করে উইকেট। লাসিথ এম্বুলডেনিয়ার ৪০ রান লঙ্কানদের ইনিংস সর্বোচ্চ।
১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার উইকেট হারায় ইংল্যান্ড। ৫৬ রানে অপরাজিত ডম সিবলে। জো রুটের অধীনে শ্রীলঙ্কাকে টানা দ্বিতীয় সিরিজে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড।