দুই নগর প্রতিদ্বন্দ্বীর ঐতিহ্যের লড়াই। এক সান সিরোই তাদের হোম ভেন্যু। তবু মিলান ডার্বিতে বিভক্ত নগরবাসী, বিভক্ত পুরো ইতালি। কোপা ইতালিয়া অপেক্ষায় কাঙ্ক্ষিত ইন্টার আর এসি মিলান লড়াইয়ের জন্য।
টুর্নামেন্টে এমন পরিস্থিতে দুদল মুখোমুখি হতে যাচ্ছে যখন, সিরি আতেও তারা মুখোমুখি- পয়েন্ট টেবিলে। ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান, দুই পয়েন্টের ব্যবধানে দুইয়ে ইন্টার। যদিও আলাদা টুর্নামেন্ট তবু মিলান ডার্বিতে বাড়তি উত্তাপ সিরি আ'র টেবিল।
কোপা ইতালিয়ায় শেষ ৫ বারই দুদল মুখোমুখি হয়েছে কোয়ার্টার ফাইনালে। এবারও তাই। মধ্যমাঠে আর্তুরো ভিদালের খেলা নিয়ে শঙ্কা থাকলেও, রোমেলু লুকাকু, লওতারো মার্তিনেজ নিয়ে আক্রমণভাগ সাজানোর অপেক্ষায় অ্যান্তনিও কন্তে।
লিগে দুর্দান্ত ফর্ম সাথে মৌসুমের প্রথম ডার্বি জয়ের স্মৃতি বেশ এগিয়েই রাখছে মিলানকে। চার সতীর্থ ইনজুরিতে, বিগ ম্যাচে জ্লাতান ইব্রাহিমোভিচের ওপরই স্পটলাইট, সাথে দায়িত্বটাও বেশি।