২৫ মিনিটে পিছিয়ে পড়েছিল টটেনহ্যাম। তবে, প্রধমার্ধের শেষ মুহূর্তে গ্যারেথ বেলের গোলে সমতায় ফিরে বিরতিতে যায় টটেনহ্যাম। বিরতির পর এগিয়ে যাবার চেষ্টা ছিল দুদলের। ৮৬ মিনিটে সাফল্য পায় টটনেহ্যাম। উইঙ্কসের গোলে এগিয়ে যায় স্পার্স।
পরের মিনিটে এনদমবেলের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। ইনজুরি টাইমে আরও এক গোল করে স্পার্সদের বড় জয় নিশ্চিত করেন ফরাসি মিডফিল্ডার।