প্রথম ইনিংসে লংকার দেয়া ৩৮১ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয় ৩৪৪ রানে। ৩৭ রানের লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা। ডমেনিক বেস ও জেক লিচের স্পিন ঘূর্ণিতে ১২৬ রানে গুটিয়ে যায় দীনেশ চান্ডিমালের দল। দু'জনই শিকার করেন সমান চার উইকেট। লাসিথ এম্বুলডেনিয়ার ৪০ লংকানদের পক্ষে ইনিংস সর্বোচ্চ।
দুই টেস্টের সিরিজে ১-০'তে এগিয়ে ইংল্যান্ড।