ইনিংসের শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারের চতুর্থ বলে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আলজারি জোসেফ। নাজমুল হোসেন শান্ত তার ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে তৃতীয় ম্যাচে ফিরেছেন মাত্র ২০ রান করে।
তিন ম্যাচে নাজমুল হোসেন করেছেন ৩৮ রান। তৃতীয় উইকেটে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গী সাকিব আল হাসান। গড়েছেন অর্ধশতাধিক রানের জুটি।
বাংলাদেশ একাদশে হাসান মাহমুদ ও রুবেল হোসেনের পরিববর্তে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন। ক্যারিবিয় একাদশেও দুই পরিবর্তন। সিরিজে ৯ ক্রিকেটারের অভিষেক হয়েছে সফরকারীদের।
এই ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করতে পারবে টাইগাররা। সিরিজ জেতার প্রথম লক্ষ্যপূরণ হয়েছে বাংলাদেশের।
২০০৯ এ ওয়েস্ট ইন্ডিজ গিয়ে যে কাজটা প্রথম করেছিলো বাংলাদেশ।