channel 24

ব্রেকিং নিউজ

  • ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের সংঘর্ষে ৮ জন নিহত

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ক্লাব সভাপতি ও ৪ ফুটবলারের মৃত্যু

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ক্লাব সভাপতি ও ৪ ফুটবলারের মৃত্যু

ব্রাজিলের চতুর্থ সারির দল পালমাস ফুটবল ক্লাবের সভাপতি ও ৪ ফুটবলার বিমান দুর্ঘটনায় মারা গেছেন।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব সভাপতি লুকাস মেইরা, ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গুইলহেরমে নোয়ি, রানুলি, মার্কাস মোলিনারি ও পাইলট ওয়াগনার মাচাদো নিহত হয়েছেন।

ক্লাব কর্তৃপক্ষ আরও জানায়, কোপা ভার্দে টুর্নামেন্টে খেলতে গায়ানিয়ায় যাচ্ছিল তারা। কিন্তু ছোট্ট বিমানটি ওড়ার পরপরই রানওয়ের শেষ মাথায় গিয়ে বিধ্বস্ত হয়। তবে কী ধরনের বিমান ছিল সে সম্পর্কে কোনো তথ্য জানয়নি তারা। এই ঘটনায় ব্রাজিলের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

২০১৬ সালে শাপেকোয়েন্সে ক্লাবের সব খেলোয়াড় বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এর দুই বছর পর ব্রাজিলের সাবেক অধিনায়ক ফার্নান্দো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

স্পোর্টস 24 খবর