শেষ ৫ ম্যাচের ৪ টিতেই জিতেছে হোসে মরিনিয়োর শিষ্যরা। গেলো মাসে এফ কাপের তৃতীয় রাউন্ডেও সহজ জয় তুলেছে স্পার। বিপরীতে চ্যাম্পিয়নশিপের তলানীর দল ওয়েকম্ব। তবে শেষ ৩ ম্যাচের দু'টিতে জিতেছে ক্লাবটি।
আগের রাউন্ডে প্রেস্টন নর্থ এন্ডকে তারা হারায় ৪-০ গোলে। মরিনিয়ো টটেনহ্যামের হয়ে প্রথম ট্রফি জয়ের অপেক্ষায়।তাই হালকাভাবে না নিয়ে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের মাঠে নামাতে পারেন পর্তুগিজ কোচ।