কোচ জিনেদিন জিদানের অনুপস্থিতিতেও স্প্যানিশ লিগে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আলাভেসের মাঠে ১৫ মিনিটে ক্যাসিমিরোর গোলে লিড পায় সফরকারীরা। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা।
বিরতির আগেই ব্যবধান আরও বাড়ান ইনজুরি কাটিয়ে ফেরা এডেন হ্যাজার্ড। ৫৯ মিনিটে স্বাগতিকরা এক গোল করলেও, ১১ মিনিটে মধ্যে নিজের জোড়া গোলে স্কোরলাইন ৪-১ করেন বেনজেমা। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। দুই ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।