চতুর্থ মেয়াদে ব্যস্ত কাজী সালাউদ্দিন। আবাসিক একাডেমি জিমনেসিয়ামের নির্মান কাজ শুরু হয়েছে। দেশব্যপি শুরু হচ্ছে প্রতিভা অন্বেষণ। পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়ামের দাবিও জোড়ালোভাবে উপস্থাপন করেছেন। এবার পেশাদার লিগ দেখতে কুমিল্লায় ফুটবল বস।
মোহামেডান-সাইফ ম্যাচে আমন্ত্রণ থাকলেও ব্যস্ততায় যেতে পারেননি। তবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ম্যাচ উপভোগ করেছেন ফেডারেশন সভাপতি।
কুমিল্লার ফুটবল কর্তাদের সাথে কথা বলেছেন জেলা লিগ নিয়ে। এই মেয়াদে নিয়মিত আর প্রত্যেক জেলায় লিগ করার চ্যালেঞ্জ নিজের কাছেই রেখেছেন। ক্যালেন্ডার অনুযায়ী ৩১ মার্চের মধ্যে ৬৪ জেলায় লিগ করার কথা।
বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ দেশে না বিদেশে খেলতে হবে সেই সিদ্ধান্ত এই সপ্তাহেই আসতে পারে এএফসির কাছ থেকে। তবে ওমান আর কাতারের প্রস্তাবে রাজি না হওয়ায় দুই দেশের সাথে ব্যক্তিগত সম্পর্ক খারাপের শঙ্কাও আছে সালাউদ্দিনের।
বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের তারিখ নিয়ে সতর্ক বাফুফে সভাপতি, অপেক্ষায় করোনা ভ্যাকসিনের সফল প্রয়োগের ওপর।