মিরাজের ঘূর্ণিতে কাবু উইন্ডিজ, ২৫ রান খরচায় ৪ উইকেট টাইগার স্পিনারের ক্যারিয়ার সেরা। ক্যারিবীয়দের বাংলা জয়ের স্বপ্ন ফিকে। ওয়ানডে সিরিজে সফরকারীরা হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে। অফ ফর্মের পরও একাদশে জায়গা পাওয়া নিয়ে কম সমালোচনার মুখোমুখি হোননি মিরাজ। এবার সাকিবের পরামর্শে জবাবটা দিলেন ২২ গজে।
সবমিলিয়ে উইন্ডিজের বিপক্ষে পাঁচবার ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের। বিশ্বকাপের বিশ্বমঞ্চ কিংবা তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে পূর্ণশক্তির ক্যারিবীয়দের হারিয়েছে বাংলাদেশ। সে তুলনায় এই দলকে হারানো নিয়ে সংশয় ছিলো না টাইগারদের।
উইকেট নিয়ে কোন অভিযোগ নেই। তবে বড় পার্টনারশীপ গড়তে না পারা আর পরিকল্পনা বাস্তবে রূপ দিতে না পারাই হারের কারন জানালেন ক্যারিবিয় অধিনায়ক।