কোপা দেলরেতে অখ্যাত কর্নেলার বিপক্ষে জয় পেতে ঘাম ঝরেছে বার্সেলোনার। নির্ধরিত সময়ে দু পেনাল্টি ভেস্তে গেছে মিরালেম জেনিক আর ওসমান দেম্বেলের।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে প্রথম গোল করে প্রায়শিত্ত করেন এ ফ্রেঞ্চ ফরোয়ার্ড। গ্রিয়েজম্যানের দারুন পাস থেকে মার্টিন ব্রাথওয়েইটের শেষ মুহুর্তের গোল শেষ ষোলতে পা রাখে ব্লগরানারা।
এদিকে স্প্যানিশ লিগে পিছিয়ে পড়েও জয় পেয়েছে লিগ লিডার আতলেতিকো মাদ্রিদ। ১২ মিনিটের পেনাল্টি থেকে মার্কো মিত্রোভিচের কল্যানে এগিয়ে যায় স্বাগতিক এইবার। দু অর্ধে দু দু গোল করে আতলেতিকোকে জয় এনে দেন লুইস সুয়ারেজ। ১১ গোল করে লা লিগায় মেসির সঙ্গে সর্বোচ্চ স্কোরার এখন উরুগুইয়া ফরোয়ার্ড। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধান ৭ সিমিওনে শীষ্যদের।