মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ। একই সঙ্গে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা তিন সিরিজ জিতলো টাইগাররা।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মোস্তাফিজুর রহমানের আঘাতে ১০ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়রা। মেহেদী হাসান, সাকিব আল হাসানদের বোলিং তাণ্ডবে ৮৮ রানে হারায় ৮ উইকেট। আলজারি জোসেফকে নিয়ে শতরান পার করেন রোভম্যান পাওয়েল। জোসেফকে ফিরিয়ে ৩২ রানের জুটি ভাঙেন মোস্তাফিজ। আর মিরাজের চতুর্থ শিকার পাওয়েল করেন সর্বোচ্চ ৪১ রান।
জবাবে ব্যাট করতে নেমে ২২ রানেই সাজ ফিরে যান লিটন দাস। মুশফিক ২৫ বলে ৯। আগের ম্যাচে ৪৪ রান করা ওপেনার তামিম করলেন ৫০। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ফিফটি করার পথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ৫০ বলে ৪৩ রান করেন সাকিব।
আইসিসি ওয়ানডে সুপার লিগে টানা দ্বিতীয় জয়ে বাংলাদেশের পয়েন্ট হলো ২০।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৪৩.৪ ওভারে ১৪৮ (আমব্রিস ৬, ওটলি ২৪, জশুয়া ৫, ম্যাককার্থি ৩, জেসন ১১, মেয়ার্স ০, বনার ২০, পাওয়েল ৪১, রিফার ২, জোসেফ ১৭, আকিল ১২*; মুস্তাফিজ ৮-৩-১৫-২, রুবেল ৭-০-২৩-০, হাসান ৯-০-৫৪-১, মিরাজ ৯.৪-০-২৫-৪, সাকিব ১০-০-৩০-২)।
বাংলাদেশ: ৩৩.২ ওভারে ১৪৯/৭ (লিটন ২২, তামিম ৫০, শান্ত ১৭, সাকিব ৪৩*, মুশফিক ৯*; জোসেফ ১০-০-৪২-০, মেয়ার্স ২-০-১৫-০, আকিল ৯.২-০-৪৫-১, জেসন ৭-০-২৯-১, রিফার ৫-০-১৮-১)।